Surjalok News

Header
collapse
...
Home / ঝালকাঠিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলা কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলা কর্মশালা অনুষ্ঠিত

2025-02-27  Alessia Lemke  345 views

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঝালকাঠিতে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ জ্বেলে কর্মশালা উদ্ধোধন করেন প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার।

জেলা প্রশাসক আশরাফুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের  ট্রাস্টি গৌতম চন্দ্র বণিক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) নিত্য প্রকাশ বিশ্বাস, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন। কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্যের উপর স্বাগত বক্তব্য রাখেন জেলা সহকারী প্রকল্প পরিচালক দীপঙ্কর চন্দ্র মন্ডল।

কর্মশালায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ঝালকাঠি , বরিশাল এবং পিরোজপুর জেলার ৯০ জন শিক্ষক, সাংবাদিক,অভিভাবক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Share:

Tags: feature