ই-পেপার

কিয়েভ সফরে সামরিক সহায়তার ঘোষণা দিলেন ট্রুডো

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 10, 2023

শনিবার যুদ্ধকালীন কিয়েভে একটি অঘোষিত সফরের সময় ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যার পরিমাণ ৫০০ মিলিয়ন কানাডিয়ান ডলার। কারণ ইউক্রেন রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত এবং নিয়মিত বিমান হামলার সঙ্গে লড়াই করছে।
কিয়েভে একটি স্মৃতিসৌধে ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ট্রুডো। যারা ২০১৪ সাল থেকে রাশিয়াপন্থী বাহিনীর সঙ্গে লড়াই করে নিহত হয়েছেন। এরপর তিনি আলোচনার জন্য প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন।
দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত কাখোভকা বাঁধ ধ্বংসে রাশিয়ার ভূমিকার নিন্দাও করেছেন ট্রুডো।
কিয়েভ কর্তৃপক্ষের প্রকাশিত আলোচনার ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের নেতার পাশে বসে ট্রুডো বলছেন, ‘আমরা আপনার সঙ্গে থাকব, যতটা লাগে, যত দিন লাগে।’

ন্যাটো সদস্য কানাডায় সবচেয়ে বেশি ইউক্রেনীয় অভিবাসী রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের সময় দেশটি কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা সরবরাহ করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন