ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু তরুণ কুমার কর্মকারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সমাবেশ বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী সকল ষড়যন্ত্র জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে প্রতিহত করবে।

বক্তারা আরো বলেন, বিএনপিসহ বাংলাদেশের সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে। প্রগতিশীল সকল শক্তি ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে একটি উন্নতর রাষ্ট্রে পরিনত করতে হবে।