ঝালকাঠিতে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ

ঝালকাঠিতে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ

‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বেসিক কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, পোশাক তৈরী ট্রেডের শুভ উদ্বোধন এবং বেসিক কম্পিউটার, মৎস চাষ ও পোশাক তৈরী প্রশিক্ষণের ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।

বুধবার দুপুরে ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সম্মেলন কক্ষে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ করেন।

ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারিহা নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর অংছিং মারমা। এছাড়াও উপস্থিত ছিলেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশক্ষকবৃন্দ এবং বিভিন্ন ট্রেডের প্রশক্ষনার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ট্রেডের প্রশিক্ষণগুলো উল্লেখযোগ্য অবদান রাখছে।