নিজস্ব প্রতিবেদক | আপডেট: October 13, 2020
সূর্যালোক নিউজ♦‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ডিসি অফিসের সুগন্ধা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশ্রাফুল হক, সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোজাম্মেল হক, ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী জিএম লুৎফর রহমান প্রমুখ বক্তৃতা করেন। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, রেডক্রিসেন্ট কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।