ই-পেপার

ঝালকাঠিতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম বিষয়ে তথ্য অফিসের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: October 12, 2020


সূর্যালোক নিউজ♦জেলা তথ্য অফিসের উদ্যোগে ঝালকাঠিতে সোমবার (১২ অক্টোবর) ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করাসহ বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন।

এছাড়া ‘রিসোর্স পারসন’ হিসেবে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. হাবীবুল্লাহ ও সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বক্তৃতা করেন। জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম সভাপতিত্ব করেন।

ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় নেতা এবং এনজিও প্রতিনিধিসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।

  • ফেইসবুক শেয়ার করুন