নিজস্ব প্রতিবেদক | আপডেট: September 27, 2020
সূর্যালোক নিউজ♦টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ঝালকাঠিতে শনিবার (২৬ সেপ্টেম্বর’২০) তরুণদের অংশগ্রহণে ‘তথ্য অধিকার আইন’ বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা আয়োজনের মূল উদ্দেশ্য।
সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু এতে সভাপতিত্ব করেন। সনাক সহসভাপতি ও ইয়েস উপকমিটির আহ্বায়ক ড. কামরুন্নেছা আজাদ স্বাগত ভাষণ দেন।
টিআইবির বরিশাল ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার গাজী গোলাম মোহাম্মদ ও বরিশালের এরিয়া ম্যানেজার মো. মনিরুল ইসলাম তথ্য অধিকার অাইন সংক্রান্ত তথ্যপত্র উপস্থাপন করেন।
টিআইবির ঝালকাঠি এরিয়া ম্যানেজার মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য এবং তরুণ শিক্ষার্থীসহ মোট ৪০ জন প্রশিক্ষণে অংশ নেন। তাদেরকে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বাস্তবায়ন ও প্রয়োগ বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন টিআইবির ঝলকাঠি সনাকের অ্যাসিস্ট্যান্ট ম্যনেজার (অর্থ ও প্রশাসন) মো. সূরুজ খান।