ই-পেপার

ঝালকাঠিতে সনাকের বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: September 17, 2020


সূর্যালোক নিউজ?আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসের কর্মসূচি গ্রহণের লক্ষে ঝালকাঠিতে বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর’২০) টিআইবির সচেতন নাগরিক কমিটির বিশেষ সভা (ভার্চুয়াল) অনুষ্ঠিত হয়েছে।

সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সভায় তথ্য অধিকার আইন বিষয়ে অনলাইন প্রশিক্ষণ এবং সরকারি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ ও কর্তৃপক্ষকে ফলাফল অবহিত করার কর্মসূচি গ্রহণ করা হয়।

সনাক সহসভাপতি ড. কামরুন্নেছা আজাদ ও মো. নজরুল ইসলাম তালুকদার; সদস্য মো. হেমায়েত হোসেন, শহীদ ইমাম, ছালেক আজাদ সোহাগ ও রাবেয়া কবির এবং টিআইবির প্রোগ্রাম ম্যানেজার (বরিশাল) গাজী গোলাম মোহাম্মদ, এরিয়া ম্যানেজার মো. বিল্লাল হোসেন ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অর্থ ও প্রশাসন) মো. সূরুজ খান আলোচনায় অংশ নেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালিত ঝালকাঠি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিতে (দুপ্রক) মো. হেমায়েত হোসেনকে (সনাক সদস্য) সভাপতি ও মো. নজরুল ইসলাম তালুকদারকে (সনাক সহসভাপতি) সাধারণ সম্পাদক করায় সভায় তাদেরকে অভিনন্দন জানানোসহ সফলতা কামনা করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন