ই-পেপার

ঝালকাঠিতে সনাকের উদ্যোগে ‘তথ্য ও পরামর্শ ডেস্ক’ বিষয়ক ভার্চুয়াল অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: September 14, 2020

i
সূর্যালোক নিউজ♦সাধারণ মানুষকে ‘তথ্য’ জানতে উৎসাহিত করতে ঝালকাঠিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ‘তথ্য ও পরামর্শ ডেস্ক’ বিষয়ক ভার্চুয়াল অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিভিন্ন সেবার হটলাইন, ভূমি অফিস, হাসপাতাল, পাসপোর্ট, ভিসা, ই-টিআইএন, আয়কর, ড্রাইভিং লাইসেন্স, বয়ষ্ক ও বিধবা ভাতা, ঘরে বসে ব্যাংক হিসাব খোলা, অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তথ্য অধিকার আইন প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

সনাক সভাপতি হেমায়েত উদ্দিন হিমু সভায় সভাপতিত্ব করেন। তথ্য ও পরামর্শ ডেস্ক উপকমিটির আহ্বায়ক ছালেক আজাদ সোহাগ আয়োজনের উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। টিআইবির এরিয়া ম্যানেজার মো. বিল্লাল হোসেন ও অ্যাসিস্ট্যান্ট ম্যনেজার (অর্থ ও প্রশাসন) মো. সূরুজ খান তথ্যপত্র উপস্থাপন করেন।

টিআইবির প্রোগ্রাম ম্যানেজার (বরিশাল) গাজী গোলাম মোহাম্মদ, এনজিও কর্মকর্তা এবং ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা সভায় যুক্ত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন