ই-পেপার

ঝালকাঠিতে ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: August 28, 2023

দেশে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারি ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিতে সংশ্লিস্টদের উৎসাহিত করতে ঝালকাঠিতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের (আইএমইডি) অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এ কর্মশালার আয়োজন করে।

বিশ্বব্যাংকের সহায়তায় সিপিটিইউর ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডিআইএমএপিপি) আওতায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) কর্মশালার ব্যবস্থাপনা করে।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এর পরিচালক (যূগ্ম-সচিব) মোঃ মাহফুজার রহমান।

প্রধান অতিথি মোঃ মাহফুজার রহমান বলেন, জনগণের অর্থের সর্ব্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে সরকারি ক্রয়ে ব্যাপক ডিজিটাইজেশনের উদ্দেশ্যে সিপিটিইউ নানাবিধ পদ্ধতি ই-জিপি সিস্টেমে অন্তর্ভূক্ত করেছে। দেশের উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ে সার্বিক ধারণা পেতে এবং উন্নয়ন কাজের গুণগতমান নিশ্চিতে সিটিজেন পোর্টালের মাধ্যমে সরাসরি তদারকির জন্য জনগণকে সক্রিয় ও কার্যকরভাবে সম্পৃক্ত করতে ই-জিপি পোর্টালের পাশাপাশি সিটিজেন পোর্টালকেও আরো ব্যাপকভাবে সবার কাছে তুলে ধরার উপর জোর দেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে রাখেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এর সিনিয়র ডেপুটি ডেরেক্টর বাদল হালদার, বিসিসিপি এর সহকারী পরিচালক মোহম্মদ আব্দুস সালাম, সিপিটিইউ এর উপপরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম ।

কর্মশালায় ক্রয়কারী কর্মকর্তা, দরপত্রদাতা ও সাংবাদিক সহ মোট ৭৫ জন অংশগ্রহণ করেন।

ঝালকাঠিতে ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Posted by Surjalok on Monday, 28 August 2023

  • ফেইসবুক শেয়ার করুন