নিজস্ব প্রতিবেদক | আপডেট: July 3, 2023
ঝালকাঠিতে কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বড় বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় শহরের ফায়ার সার্ভিস মোড়ের পেষ্ট্রিশপ নামের একটি কনফেকশনারীকে ১০ হাজার টাকা এবং বড় বাজারের ৩টি সবজির দোকান ও ১টি ফলের দোকানকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
ঝালকাঠিতে বাজার তদারকিতে ভোক্তা অধিকার, ৫ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা
ঝালকাঠিতে বাজার তদারকিতে ভোক্তা অধিকার, ৫ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা
Posted by Surjalok on Monday, 3 July 2023