নিজস্ব প্রতিবেদক | আপডেট: July 1, 2023
প্রথম আলো ঝালকাঠি বন্ধুসভা প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান পর্যন্ত নতুন–পুরোনো শতাধিক বন্ধুকে নিয়ে আয়োজন হলো পুনর্মিলনী ও বন্ধুমেলা।
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ৩০ জুন বিকেলে এই আয়োজনে বন্ধুদের স্মৃতিচারন মূলক বক্তব্য, গান, আবৃত্তি, নৃত্য সহ অনেক আয়োজন ছিল। নতুন–পুরোনো বন্ধুদের এই মিলনমেলার এই উদ্দেশ্য ছিলো ছিল—‘নতুন পুরোনো বন্ধুদের সঙ্গে নতুন বন্ধুরা পরিচিত করানো সহ পূর্বে বন্ধুরা কিভাবে নানা প্রতিকূলতার মাঝে কাজ করেছে। কঠিন কঠিন কাজ সকলে মিলে সুন্দর ভাবে কিভাবে সম্পন্ন করেছে এসব তুলে ধরা। সকল বন্ধুরা উচ্ছ্বসিত ও আনন্দিত। বিকাল ০৪ টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ঝালকাঠি বন্ধুসভার সভাপতি মশিউর রহমান খোকনের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্ধুসভার উপদেষ্টা ও নারী সমাজসেবক ইসরাত জাহান সোনালী, উপদেষ্টা ও প্রথমআলো প্রতিনিধি আ.স.ম. মাহমুদুর রহমান পারভেজ, উপদেষ্টা আফজাল হোসেন, হাসান মাহমুদ, সাংবাদিক আলআমিন তালুকদার সহ বন্ধুসভার বন্ধু মোঃ শাকিল হাওলাদার রনি, মোঃ আবির হোসেন রানা, মোঃ রেজাউল করিম, সাবরিনা আলম হানি, মোঃ রুবেল হাসান মৃধা, মোঃ খায়রুল ইসলাম সেতু, মোঃ আশিকুর রহমান, বদরুল আলম সাঈফী, মোঃ আমিনুল ইসলাম, জান্নাতুল ইসলাম সহ অনেকে।
এসময়ে মোবাইলে ফোনে যুক্ত হয়ে ঝালকাঠি বন্ধুসভাকে শুভেচ্ছা ও সাফল্য কামনা করেন জাতীয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি উত্তম রায়। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঝালকাঠি বন্ধুসভার সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক।
পরিশেষে বন্ধুসভার সভাপতি মোঃ মশিউর রহমান খোকন বন্ধুদের সব ভালো কাজে অংশগ্রহণ ও বেশি বেশি বই পড়তে উৎসাহ প্রদান করে, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।