নিজস্ব প্রতিবেদক | আপডেট: July 1, 2023
ঝালকাঠির পালবাড়ি এলাকায় আমির হোসেন আমু সড়ক নামে একটি সি.সি রাস্তার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডের পালবাড়ি মূল রাস্তা থেকে আদম আলীর বাড়ি হয়ে আবু ছালেক শরীফের দেওয়াল পর্যন্ত সড়কটি ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে ঝালকাঠি পৌরসভা।
পরে একই এলাকায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বায়তুল আমান জামে মসজিদ ও এম.এস বায়তুল আমান নূরানী মাদ্রাসার উদ্বোধন করেন আমির হোসেন আমু এমপি।
ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ আলম সরদার, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।