নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 29, 2023
ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে ঝালকাঠির তিন শতাধিক ঈদগাহ ও মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিটে জেলার প্রথম ও প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি এখানে নামাজ আদায় করেন।
নামাজের আগে আমির হোসেন আমু সংক্ষিপ্ত আলোচনায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন এবং জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। অপরদিকে নামাজ শেষে দোয়া মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
এখানে প্রথম জামাতে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ্ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ ঈদের নামাজ আদায় করেন। ঈদের প্রথম জামাতে নারীদের নামাজ আদায়ের জন্য ছিল বিশেষ ব্যবস্থা।
নামাজ শেষে চলে পশু কোরবানি। কেউ নির্ধারিত স্থানে আবার কেউ নিজ দায়িত্বে নিজস্ব জায়গায় পশু কোরবানি দিয়েছেন।