ই-পেপার

ঝালকাঠিতে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 24, 2023

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন  অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে ঝালকাঠিতে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার  বিকালে  জেলা যুবলীগের আয়োজনে শহরের ফায়ার সার্ভিস মোড়ে অনুষ্ঠিত  সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে ঝালকাঠি যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকবে। বিএনপি আন্দোলনের নামে দেশে আগুন সন্ত্রাস করেছিল। সাধারণ মানুষকে পুড়ে মেরেছে। মানুষ তা ভুলে যায়নি। নতুন করে বিএনপি দেশে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর পায়তারা করছে। আগামী নির্বাচনের আগে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে ঝালকাঠির সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকার আহ্বান জানান।
ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য মানিক লাল ঘোষ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য তানিন তালুকদার, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামাল শরীফ, ঝালকাঠি সদর উপজেলা যুবলীগের সভাপতি ইমরান হোসেন শুক্তি, সাধারন সম্পাদক আলী আজগর আকাশ।
সমাবেশে ঝালকাঠির বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলার নেতাকর্মীরা অংশ নেয়।
  • ফেইসবুক শেয়ার করুন