ই-পেপার

ঝালকাঠিতে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 22, 2023

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজগতার বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে ঝালকাঠি জেলা যুবলীগ। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ইমরান হোসেন সুপ্তির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য মানিক লাল ঘোষ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আজগর আকাশ ও যুবলীগ নেতা ফয়সাল আহম্মেদ সায়েল।

সমাবেশে বক্তারা ঝালকাঠিতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করার ঘোষণা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিএনপি-জামায়াত চক্র দেশের উন্নয়ন ব্যহত করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে যুবলীগ সব সময় রাজ পথে থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন