ই-পেপার

পোনাবালিয়া ইউপি নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমাদান

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 18, 2023

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন জমাদানের শেষ দিনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক হোসেন খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার দুপুর ১২ টায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমীন আফরোজ এর হাতে মনোনয়পত্র জমা দেন।

চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক হোসেন খান, সাবেক চেয়ারম্যান ওয়ারেচ আলী খান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান শাহীন।

এছাড়া সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে প্রায় অর্ধ শতাধিক প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আগামী ১৯ জুন মনোনয়ন বাছাই, ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহার ও ১৭ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • ফেইসবুক শেয়ার করুন