ই-পেপার

ঝালকাঠিতে কবিতা চক্রের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 18, 2023

নানা আয়োজনে ঝালকাঠিতে কবিতাচক্রের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

ঝালকাঠি শিল্পকলা একাডেমী হল রুমে শনিবার কেক কাটা, আলোচনা সভা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান আকন্দ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। কবি আল আমীন বাকলাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, কবি মুস্তফা হাবীব, কবি দীনেশ চন্দ্র মন্ডল, কবি আনিসুর রহমান পলাশ।

বরিশাল বিভাগের বিভিন্ন স্থানের কবি ও সাহিত্যিকরা অনুষ্ঠানে অংশ নেয়। এসময় কবি বিএম আরিফ হোসেন মিন্টুর লেখা সুগন্ধার তীরে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন