ই-পেপার

বঙ্গবন্ধু একজন ভালো ফুটবল খেলোয়ার ছিলেন: আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 14, 2023

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ভালো ফুটবল খেলোয়ার ছিলেন। ফুটবল বাঙালির প্রাণের খেলা। কিন্তু এই খেলাটা ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় ফুটবল আবারো প্রাণ ফিরে পাচ্ছে। তিনি চান আমাদের এই ঐতিহ্যপূর্ণ খেলাটি পূনরায় তার ঐতিহ্য ফিরে পাক।

মঙ্গলবার জেলার বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও খেলোয়ারবৃন্দ।

ফাইনাল খেলায় রাজাপুর সরকারি কলেজ ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে ঝালকাঠি সরকারি কলেজকে পরাজিত করে জয় লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। প্রতিযোগিতায় ঝালকাঠি জেলার ১২টি কলেজের ফুটবল দল অংশগ্রহণ করে।

  • ফেইসবুক শেয়ার করুন