ই-পেপার

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 14, 2023

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্য যেকোন সময়ের চেয়ে ভালো রয়েছে। মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জিরো টলারেন্স অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি একথা বলেন।

ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। এছাড়া জেলা আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন