ই-পেপার

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মেধাবী জাতি গঠনের কাজ করছে: আমু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 11, 2023

সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ঝালকাঠিতে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করেছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। রবিবার দুপুরে ঝালকাঠি শহরের উদ্বোধন প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের দুধ পান করানো হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মেধাবী জাতি গঠনের কাজ করছে। একটি জাতি মেধাবী না হলে সে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। আর এ বিষয়টি সবথেকে ভালো বোঝেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্যই তিনি মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের ভালো খাবারের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। সে আলোকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ পান করানোর কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ছাহেব আলী, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিল। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিবাভকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন সরকারি ভাবে ২০০ মিলি পাস্তুরাইজড তরল দুধ খাওয়ানো হবে। প্রথম বারে ঝালকাঠির চার উপজেলার কাঠালিয়ায় ৩টি, রাজাপুরে ১টি, ঝালকাঠি সদরে ১ টি ও নলছিটিতে ১ টি বিদ্যালয়ে দুধ পান করানোর কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন