ই-পেপার

শেখ হাসিনা বাংলার মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন: আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 11, 2023

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের প্রত্যন্ত এলাকায় সব ধরনের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে বাংলার মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন। এর ফলে আন্তর্জাতিকভাবে প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং সম্মানিত করা হয়েছে।

আজ রবিবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশ বাংলা ফাউন্ডেশনের আয়োজনে পরিবার পরিকল্পনা, মা ও শিশু, প্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরী সুরক্ষায় স্মার্ট ফ্যামিলি প্লানিং সেবা প্রদানের লক্ষ্যে মাঠকর্মীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।

দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক মোঃ শহিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে ১৪জন মাঠকর্মীর মাঝে ট্যাব বিতরণ করেন প্রধান অতিথি আমির হোসেন আমু এমপি।

  • ফেইসবুক শেয়ার করুন