নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 11, 2023
ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় জেলার বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ মামুন শিবলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ বিভিন্ন স্তরের ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে ২-০ গোলে পরাজিত করে রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজ। প্রতিযোগিতায় ঝালকাঠি জেলার ১২টি কলেজের ফুটবল দল অংশগ্রহণ করেছে।