ই-পেপার

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 10, 2023

ঠাকুরগাঁওয়ে বিএসএফের বিরুদ্ধে জিন্নাত আলী (৫৪) নামের এক বাংলাদেশি কৃষককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জুন) সকালে জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় জগদল সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী রানীশংকৈল উপজেলার ধর্মগড় চেকপোস্ট কলোনি এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শহীদুল ইসলাম পিএসসি।

তিনি জানান, বেলা ১১টার দিকে জিন্নাত আলী জগদল তিনগাঁও ক্যাম্প সংলগ্ন সীমান্ত কাঁটাতার অতিক্রম করে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতের উত্তর দিনাজপুর গোয়ালপুকুর ক্যাম্প এলাকায় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি আহত হয়ে বাংলাদেশে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন