নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 10, 2023
“আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে” স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে কিশোরীদের মাসব্যাপী কারাতে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আত্মরক্ষার কৌশল অনুশীলনের মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, নিজেদের অধিকার রক্ষা, নারীর প্রতি নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে সাহায্য করার উদ্দেশ্যে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্প জেলার চার উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করেছে। প্রশিক্ষণে জেলার চার উপজেলার প্রতিটি থেকে ১০ জন করে মোট ৪০ জন কিশোরী অংশগ্রহণ করে। যাদেরকে প্রশিক্ষণ প্রদান করে বরিশাল ডিভিশনাল কারাতে কিক এ্যান্ড বক্সিং এ্যাসোসিয়েশন।
মাসব্যাপি এ প্রশিক্ষন শেষে শনিবার সকালে সদর উপজেলার পরিষদের হল রুমে সমাপনি অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্যে জেলা পর্যায়ে প্রতিযোগিতার আয়োজিত হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবেকুন নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর টিম ম্যানেজার মোঃ রাকিবুল ইসলাম।
ঝালকাঠিতে কিশোরীদের মাসব্যাপী কারাতে প্রশিক্ষন
ঝালকাঠিতে কিশোরীদের মাসব্যাপী কারাতে প্রশিক্ষন
#karate #karatekid #karatelife
Posted by Surjalok on Friday, 9 June 2023