ই-পেপার

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 8, 2023

ঝালকাঠির রাজাপুরের নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্র ১২ দিন পরে উদ্ধার করেছে থানা পুলিশ। জেলার রাজাপুর উপজেলার আশরাফুল মাদ্রাসা থেকে গত ২৮ মে বিকেলে নূরুল ইসলাম (১২) ও আমানুল্লাহ (১১) নামের দুই ছাত্র মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।

এরা হলেন উপজেলা সদরের বড় কৈবর্তখালি এলাকার মোঃ হানিফের ছেলে নূরুল ইসলাম ও পুটিয়াখালি এলাকার মোঃ আবদুল্লার ছেলে আমানুল্লাহ।তারা দু-জনেই রাজাপুরের সমবায় এলাকায় আশরাফুল মাদ্রাসায় লেখাপড়া করতো।

নিখোঁজের ঘটনায় দুই মাদ্রাসা ছাত্রের পিতা ৩ জুন রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরে জেলা পলিশ সুপার আফরুজুল হক টুটুল ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা’র নির্দেশনায় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়ের তত্বাবধানে এস আই পলাশ এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ অভিযানে বুধবার সন্ধায় ভোলা জেলা সদর থানা এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। আজ বৃহস্পতিবার রাজাপুর থানায় পুলিশ ওই দুই ছাত্রকে বাবা মায়ের কাছে হস্তান্তর করেন।

  • ফেইসবুক শেয়ার করুন