কবিতা: বৃষ্টি বাদল
আপডেট:
বৃষ্টি বাদল
বিজন বেপারী
বৃষ্টি এলে আষাঢ় মাসে
খোকার খুশি বেশ,
জালনা পাশে বাদল দ্যাখে
শীতল সবুজ দেশ ।
সদ্য ফোটা কদম ফুলের
রূপে আগুন জ্বলে,
পথের পথিক হঠাৎ বৃষ্টি
দাঁড়ায় বৃক্ষ তলে।
পুকুর ধারে মাছের পোনা
মায়ের আঁচল তলে,
ঘোলা জলে হাঁসেরা সব
ডুবসাতারে চলে।
বৃষ্টি বাদল কষ্টে বড়ো
শ্রমিক কৃষক ভাই,
অঝোর ধারায় ঝরে তখন
আর না মোটে চাই।
একের পর এক ডুবতে থাকে
শহর বন্দর ঘর,
দুর্বিসহ কষ্ট তাদের
আবাস পদ্মার চর।