নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 7, 2023
ঝালকাঠিতে বাঙালির মুক্তির সনদ ‘ঐতিহাসিক ৬ দফা দাবি দিবস’ পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে মূল বক্তা হিসেবে আলোচনা করেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ্ পনির। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচিই ছিল না। এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার অগ্রীম জন্ম সনদ। ১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা দাবীর পক্ষে দেশব্যাপী তীব্র আন্দোলনের সূচনা হয় এবং পরবর্তীতে এ আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়।