নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 6, 2023
ঝালকাঠিতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচাল মো. মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত উপপরিচাল মো. রিফাত সিকদার, ইসরাত জাহান মিলি।
বক্তারা বলেন, সারা বিশ্বে যে সংকট দেখা দিয়েছে তা সমাধানে তেল জাতীয় পন্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে। আর এ জন্য কৃষকদের উৎসাহিত করতে হবে।
তেল জাতীয় ফসল উৎপাদনে অবদান রাখায় জেলার ৫ জন কৃষককে নগদ অর্থ পুরস্কার ও সনদ প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে জেলার ১২০ জন কৃষক অংশ নেয়।