নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 6, 2023
ঝালকাঠিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষায় টিটিসি’র ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. রুহুল আমীন।
টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শামীম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির।
সেমিনারে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে প্রত্যেক যুবক-যুবতীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশে এবং বিদেশে দক্ষ জনগোষ্ঠির পর্যাপ্ত চাহিদা রয়েছে।
সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিত লোক অংশ নেয়। পরে অতিথিরা টিটিসি’র বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কক্ষ পরিদর্শণ ও প্রশিক্ষাণার্থীদের সাথে মতবিনিময় করেন।