ই-পেপার

ঝালকাঠিতে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 5, 2023

ঝালকাঠিতে ২০২২-২০২৩ অর্থ বছরে জেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠির মুহাম্মদপুর বেতলোচ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হায়দার নিজামী। ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি এ কর্মশালার আয়োজন করে।

পরে সরকারি জাকাত ফান্ড থেকে কেন্দ্রীয়ভাবে অনুমোদিত জেলার ১৩ জন অসহায় গরীব দুস্থদের মাঝে এক লাখ সাত হাজার টাকার চেক প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন