ই-পেপার

ভারতের ট্রেন দুর্ঘটনার কারণ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 4, 2023

ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানান, রেলওয়ে নিরাপত্তা কমিশনার বিষয়টি তদন্ত করেছে। দুর্ঘটনার মূল কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘এ মুহূর্তে আমাদের পুরো মনোযোগ পুনরুদ্ধারের দিকে। আগামী বুধবার সকালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।’

তিনি বলেন, ‘উদ্ধারকাজ শেষ হয়েছে। আজ আমরা রেল ট্র্যাকটি পুনরুদ্ধারের চেষ্টা করব।’

শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে বালেশ্বরের বাহাঙ্গাবাজার স্টেশনের কাছে তিনটি ট্রেনের মধ্যে সংঘটিত দুর্ঘটনায় ২৭৫ জন নিহত হন। শুরুতে এ সংখ্যা ২৮৮ জন জানানো হলেও পরে বলা হয়, কিছু মরদেহ দুইবার গণনা করা হয়েছে। এ ছাড়া এক হাজার ১৭৫ জন আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহাঙ্গাবাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের শালিমার থেকে চেন্নাইয়ে যাচ্ছিল ট্রেনটি।

পথে ওড়িশার বাহাঙ্গাবাজার স্টেশন এলাকা অতিক্রম করার সময় একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী ট্রেনটি। এর মাঝেই তৎসংলগ্ন লাইনে চলে আসে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এতে তিন ট্রেনের মধ্যে সংঘর্ষ হয় এবং তিনটি বগি বাদে করমণ্ডল এক্সপ্রেসের সব বগি লাইনচ্যুত হয়।

সূত্র : বিবিসি

  • ফেইসবুক শেয়ার করুন