ই-পেপার

ঝালকাঠিতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: June 4, 2023

ঝালকাঠিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগীতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, স্থানীয় সরকারের উপপরিচালক জুয়েল রানা, প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, বাংলাদেশ টেলিভিশন’র ঝালকাঠি জেলা প্রতিনিধি জান্নাতিন নাঈম দীপ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জনসাধারণের সচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের ভূমিকার মাধ্যমে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যার যেখানে পতিত জমি আছে, সেটা চাষের আওতায় এনে উৎপাদন বাড়াতে হবে। সবাইকে ধুমপান ও তামাক নেয়া থেকে দূরে থাকতে হবে।

বাংলাদেশে ধূমপান ও তামাক সেবনের কারণে বছরে প্রায় ১২ লাখ মানুষ ৮টি প্রাণঘাতী অসংক্রামক রোগে আক্রান্ত হয়। এরমধ্যে প্রায় ৩ লাখ ৮২ হাজার মানুষ অকালে পঙ্গুত্বের শিকার হয়। পৃথিবীতে প্রতিবছর তামাকের কারণে প্রায় ৭০ লাখ মানুষ অকালে মারা যায়। এরমধ্যে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে বছরে প্রায় ৯ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।

  • ফেইসবুক শেয়ার করুন