ই-পেপার

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 26, 2023

গ্রামীণ বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঈদ উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের পশ্চিম শৌলজালিয়া গ্রামের আমন ধানের ফাঁকা জমিতে স্থানীয় যুব সমাজ এ ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগীতায় কাঠালিয়া, ভান্ডারিয়া, রাজাপুর, বেতাগীসহ বিভিন্ন এলাকার ২০টি ঘোড়া অংশ নেয়। ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় দেখতে বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে ভিড় জমায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. বজলুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা অমুল্য চন্দ্র বেপারী, শৌলজালিয়া ইউনিয়নের পুলিশের বিট অফিসার এসআই মো. রিয়াজ হোসেন, এএসআই মো. সজল, ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. ফজলে রাব্বী সোহেল, ইউপি সদস্য সৈয়দ আব্দুল কাইউম, মো. কবির আকন, সংরক্ষিত নারী ইউপি সদস্য সাহনাজ পারভীন ও স্থানীয় ব্যবসায়ী ডাঃ মো. মোসারেফ হোসেনসহ আরো অনেকে।

দৌড় শেষে প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদেরকে পুরস্কৃত করা হয়।

ঘোড় দৌড় দেখতে আসা দর্শকরা জানান, ঘোড়ার দৌড় প্রতিযোীগতা দেখে খুব ভালো লেগেছে। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে মনে পড়ে যায়। তবে এমন আয়োজন প্রতি বছর হলে ভালো হয়।

KATHALIA HORSE RACE

ঝালকাঠির কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

#horserace #horses #horsepower #jhalakthi #sports #sportshorse #horsesports

Posted by Surjalok on Tuesday, 25 April 2023

  • ফেইসবুক শেয়ার করুন