ই-পেপার

ঝালকাঠিতে দুস্থদের মাঝে সরকারি যাকাত তহবিলের অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: April 16, 2023

ঝালকাঠিতে ৪২ জন দুস্থের মাঝে সরকারি যাকাত তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার ১৭জন, নলছিটি উপজেলার ১০জন, রাজাপুর উপজেলার ৯ জন এবং কাঠালিয়া উপজেলার ৬জন সহ মোট ৪২জনের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। জনপ্রতি ৪৩৫০ টাকা করে মোট ১৮৩৭০০ টাকা বিতরণ করা হয়েছে।

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক জেলা পর্যায়ে সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এ অর্থ বিতরণ করেন। অনুষ্ঠানের আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন ও ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লতিফা জান্নাতি, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মশিউর রহমানসহ জেলা উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন