ই-পেপার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি ওমরাযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: March 28, 2023

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২২ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে আট বাংলাদেশিও নিহত হয়েছেন। মঙ্গলবার সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আট বাংলাদেশি হচ্ছেন নোয়াখালীর শহিদুল ইসলাম, মো. হেলাল, কুমিল্লার মামুন মিয়া, রাসেল মোল্লা, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মো. আসিফ, গাজীপুরের মো. ইমাম হোসাইন রনি এবং চাঁদপুরের রুকু মিয়া। এর আগে তাদেরকে নিখোঁজ দেখানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, এ দুর্ঘটনায় ১৮ বাংলাদেশি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তারা বিভিন্ন হাসাপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, ওই বাসে মোট যাত্রী ছিল ৪৭ জন। এদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি ছিলেন। বিভিন্ন হাসপাতালে ১৮ জন বাংলাদেশিকে পাওয়া গেছে।

গতকাল সোমবার যাত্রীবাহী বাসটি একটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

  • ফেইসবুক শেয়ার করুন