ই-পেপার

বধ্যভূমি সংরক্ষণ সংগঠন’র বিজয় উৎসবে ১০ সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক | আপডেট: December 29, 2022

সূর্যালোক নিউজ:

ঝালকাঠিতে বৃহস্পতিবার রাতে ‘বধ্যভূমি সংরক্ষণ সংগঠন’র আয়োজনে বিজয় উৎসব-২০২২ উদযাপিত হয়েছে। এ উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট খান সাইফুল্লাহ পনির।

বধ্যভূমি সংরক্ষণ সংগঠনের সভাপতি হাসান মাহমুদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ঝালকাঠিতে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় জেলার ১০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে শিশু কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মাননা স্মারক প্রাপ্ত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হলো-

** ইয়ুথ অ্যাকশন সোসাইটি( ইয়াস),ঝালকাঠি।

** স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা,ঝালকাঠি।

** অক্সিজেন ব্যাংক, ঝালকাঠি।

** ঝালকাঠি জেলা কল্যাণ সমিতি, ঝালকাঠি।

** রক্তকণিকা ফাউন্ডেশন, ঝালকাঠি।

** সোনার বাংলা ব্লাড ব্যাংক ,ঝালকাঠি।

** যুব রেড ক্রিসেন্ট সোসাইটি ,ঝালকাঠি।

** লাল সবুজ সোসাইটি, ঝালকাঠি।

** ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ঝালকাঠি।

** প্রথম আলো বন্ধুসভা ,ঝালকাঠি।

  • ফেইসবুক শেয়ার করুন