নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 25, 2023
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের পাকা সড়ক, হ্যারিং বোন রাস্তা, আরসিসি গার্ডার ব্রীজ, সেতুসহ বিভিন্ন উন্নয়মূলক কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে ফলক উন্মোচনের মাধ্যমে এসকল উন্নয়মূলক কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
পরে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সকলকে নৌকার পক্ষ্যে সমর্থণ আরো বর্ধিত করার আহবান জানিয়ে আমির হোসেন আমু বলেন, দেশের উন্নয়নে নৌকা ছাড়া কোন বিকল্প নাই, শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নাই। তাই দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনতে হবে।
নাচনমহল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিমের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক হাওলাদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। এছাড়া নাচনমহল ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।