নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 25, 2023
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছে। যার কারনে বাংলাদেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ। আজকে কৃষকদের সারের জন্য দাবি করে দূরে যেতে হয় না, বরং ঘরে বসেই তারা স্বপ্লমূল্যে সার পান।
বৃহস্পতিবার বিকালে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নলছিটি উপজেলা কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ্ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান রসুল এবং জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিয়াকত আলী খান। এসময় কৃষক লীগের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।