নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 24, 2023
শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, গ্রামকে শহরে রূপান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবার তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার ঝালকাঠিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে ঝালকাঠি সার্কিট হাউজ মিলনায়তনে এ সভার আয়োজন করে।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবীর।