নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 24, 2023
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশে হচ্ছে সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী দেশ। এখানে সকল ধর্মের লোক মিলেমিশেই বসবাস করে আসছে। এই সম্প্রীতি ধরে রাখতে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দল আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। অন্যথায় সাম্প্রদায়িকতার বিষবাষ্প আমাদের শান্তি বিনষ্ট করবে।
মঙ্গলবার ঝালকাঠিতে ‘মানুষের মাধ্যে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে বিভিন্ন ধর্মীয় নেতা ও সামাজিক ব্যাক্তিদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা ইসলামীক ফাউন্ডেশন ঝালকাঠি সার্কিট হাউজ হল রুমে এ কর্মশালর আয়োজন করে।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী ও জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকারসহ আরো অনেকে।
কর্মশালায় শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সাংবাদিক, হিন্দু, বুদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।