ই-পেপার

বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে: বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 23, 2023

বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য ক্ষতিকর। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। সোমবার বিকেলে ঝালকাঠিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর সহযোগিতায় উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর হেড অফ কোস্টাল রিজন এন্ড ন্যাশনাল প্রোগ্রাম নিলিমা ইয়াসমিন, আরডিএফ এর প্রধান নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, নুরুল আমিন খান সুরুজ, আবু সাঈদ খান, কাজী সমিতির সভাপতি বশির কাজী।

এছাড়া সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

  • ফেইসবুক শেয়ার করুন