ই-পেপার

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 22, 2023

এলজিইডি এর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারন প্রকল্পের আওতায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফলক উন্মোচন ও দোয়া মোনাজাতের মাধ্যমে এ কাজ শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারি এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এলজিইডি এর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪তলা বিশিষ্ট উপজেলা প্রশাসনিক ভবন ও হলরুম নির্মান করতে ব্যয় করা হবে ৮ কোটি ৪০ লক্ষ ৬২ হাজার ৪৬৫ টাকা।

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের নতুন ভবন স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের নতুন ভবন স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন

Posted by Surjalok on Monday, 22 May 2023

  • ফেইসবুক শেয়ার করুন