ই-পেপার

ঝালকাঠির কাঠালিয়ায় পল্লী সমাজসেবা কার্যক্রমের সুদমুক্ত ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 18, 2023

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্র্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় উপজেলার পাঁচটি প্রকল্প গ্রামের ৩২ জন নারী-পুরুষের মাঝে সুদমুক্ত ঋণের ১৩ লক্ষ ৫৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কাঠালিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সুবিধাভোগীদের মাঝে এ চেক বিতরণ করা হয়।

কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খান, ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশসহ সুবিধাভোগীরা।

  • ফেইসবুক শেয়ার করুন