নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 18, 2023
ঝালকাঠির রাজাপুরে আলোচিত জোড়া খুনের মামলায় এজাহারভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৮ ও র্যাব ১৪। বৃহস্পতিবার বিকালে র্যাব ৮ এর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, গত বুধবার (১৭ মে) গভীর রাতে র্যাব ৮ ও র্যাব ১৪ এর যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার ভৈরব হতে অন্যতম প্রধান ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অপর জনকে নেত্রকোনার পূর্বধলা থানা থেকে আনুমানিক রাত ২ টায় গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ২৪ এপ্রিল রাত ৮টায় সাবেক ইউপি সদস্য আ: রব হাওলাদার ও তার ভাতিজাকে উপজেলার জগাইরহাট বাজার হতে নিজ বাড়িতে যাবার সময় পথ রোধ করে দেশিও অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে পালিয়ে যায় আসামিরা। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদেরকে রাজাপুর থানা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঝালকাঠির রাজাপুরে আলোচিত জোড়া খুনের মামলায় (সাবেক ইউপি সদস্য আ: রব হাওলাদার ও তার ভাতিজা) যৌথ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৮ ও র্যাব ১৪।
Posted by Surjalok on Thursday, 18 May 2023