নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 17, 2023
ঝালকাঠিতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী ২২ মে পালিত হবে ভূমি সেবা সপ্তাহ। অনলাইন ভূমি সেবাকে আরও স্মার্ট ও জনগণকে সম্পৃক্ত করতে প্রচার-প্রচারনার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে আলোচনা সভায় এই সিদ্ধান্ত গ্রহীত হয়েছে।
২২ মে সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ভূমি অফিস অভিমুখে বর্নাঢ্য র্যালির আয়োজন করা হবে এবং সেখান থেকেই শোভাযাত্রা করে ৩ কিলোমিটার দূরে সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা ও মিডিয়াকর্মীদের নিয়ে সুসজ্জিত মোটরযানে করে কৃত্তিপাশা ভূমি অফিসে যাওয়া হবে। মোটরযানগুলো সেবা সপ্তাহের বিভিন্ন তথ্য সমৃদ্ধ ব্যানার দিয়ে সু-সজ্জিত থাকবে।
এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডি এলজি ও মানব সম্পদ) জুয়েল রানা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতিসহ উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই ভেনুতে কিছু আলোচিত বিষয় নিয়ে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসক জেলা সম্মেলন কক্ষে এনজিওদের নিয়ে সমন্বয় সভা করেছেন।