ই-পেপার

ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 17, 2023

ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফল্লাহ পনির।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক আকন্দ, তরুন কর্মকার, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ইসরাত জাহান সোনালী, জেলা যুবলীগ আহ্বায়ক রেজাউল করিম জাকির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, স্বেচ্ছাসেব লীগের সদস্য সচিব এস.এম আল আমিন, জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু।

বক্তারা বলেন, দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ই মে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেই দিন তিনি দেশে ফিরেছিলেন বলেই আজ বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করছেন। বঙ্গবন্ধুর সুখি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়াল স্বপ্ন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। এজন্য ভবিষ্যতেও শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন