ই-পেপার

ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 11, 2023

অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ঝালকাঠিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। রাজনৈতিক দলে নারীদের অবস্থান সম্পের্কে মূল ধারনাপত্র উপস্থাপন করেন রুপান্তরের বরিশালের কর্মসূচি সমন্বায়ক রাবেয়া বসরী। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, নেটওয়ার্কিং কো অর্ডিনেটর ঝুমা কর্মকার।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, রেডক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি আনোয়ার হোসেন পান্না, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডালিয়া নাসরীন, জেলা জাতীয় পার্টি’র সহসভাপতি আনোয়ার হোসেন তালুকদার, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন রূপান্তর ঝালকাঠি জেলা সমন্বয়কারী উজ্জল কুমার পাল।

এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে সিদ্ধান্ত গ্রহনের সকল পর্যায়ে নেতৃত্ব দানের জন্য নারীদের পূর্নাঙ্গ ও কার্যকর অংশগ্রহন এবং সমান সুযোগ নিশ্চিত করতে হবে। স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল স্তরের নির্বাচনে নারীদের এক-তৃতীয়াংশ (৩৩%) মনোনয়ন নিশ্চিত করতে হবে।

নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের নারী নেতৃত্ব নিশ্চিতকরণ বিষয়ে হেলভির্টাস এর তত্বাবধানে রূপান্তরের আয়োজনে সুইজারল্যান্ডের সহায়তায় এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দলেন নারীনেত্রী, স্থানীয় সামাজিক সংগঠনের সদস্য ও সাংবাদিকসহ ৪০ জন অংশগ্রহণ করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন