ই-পেপার

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুত ঝালকাঠি জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 11, 2023

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জানমালের ক্ষতি কমাতে প্রস্তুত ঝালকাঠি জেলা প্রশাসন। ঝালকাঠিতে কন্ট্রোলরুম খোলার পাশাপশি প্রাথমিকভাবে ৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুুত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড় মোখার কারণে জানমালের ক্ষতি কমাতে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। সবকটি উপজেলায় খোলা হয়েছে কন্ট্রোলরুম। প্রস্তুত রাখা হয়েছে জেলার উপকূলীয় এলাকার সকল সাইক্লোন শেল্টার ও বিদ্যালয়গুলো। এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৩৮টি মেডিকেল টিম। প্রাথমিকভাবে রেড ক্রিসেন্টের ১৬০ জন স্বেচ্ছাসেবকসহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্রস্তুত রয়েছে। সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় নগদ অর্থ, চাল, শুকনো খাবার ও টেউটিন মজুদ রাখা হয়েছে।

সভায় পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Cyclone Mokha Preparatory Meeting

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুত ঝালকাঠি জেলা প্রশাসন

Posted by Surjalok on Thursday, 11 May 2023

  • ফেইসবুক শেয়ার করুন