নিজস্ব প্রতিবেদক | আপডেট: May 9, 2023
ঝালকাঠিতে চলতি রবি মৌসুমে কম্বাইন হার্ভেস্টারের মাধমে বোরো ধান কর্তন, মাঠ দিবস এবং কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ষাটপাকিয়া এলাকায় প্রদর্শনী হিসেবে কম্বাইন হার্ভেস্টারের মাধমে বোরো ধান কর্তনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে একই স্থানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।
কৃষক সমাবেশে অন্যান্যর মধ্যে আরো বক্তব্য দেন, সাবেক যুগ্মসচিব সুলতান মাহামুদ, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন, ইউপি চেয়ারম্যান আব্দুল হকসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, কম্বাইন হার্ভেস্টার বিশ্বের উন্নত দেশগুলোতে খুবই জনপ্রিয়। বাংলাদেশেও আস্তে আস্তে এর প্রচলন ঘটছে। এটি ব্যবহারে কৃষকের কষ্ট ও খরচ কম হয়।